চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২৪

ফাইনাল 



প্রকাশনা মঞ্চ     
আয়োজিত 
চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২৪

  অনুষ্ঠান সূচী




তারিখ :১৯ অক্টোবর :২০২৪
স্থান :স্টুডেন্ট হেলথ হোম, আগরতলা 
সময়: বিকল ৪.০০- ৮.৩০টা

বিকাল ৪.০০-৫.০০ রেজিস্ট্রেশন 
দায়িত্ব - ডঃ অপর্ণা গাঙ্গুলি,অনিতা ভট্টাচার্য্য,শিমলী চৌধুরী, সুচিত্রা দাস, ঝর্ণা সাহা, কল্যাণী ভট্টাচার্য্য, কামনা দেব, ভুলু কুমার দেববর্মা,  দীপেন নাথ শর্মা, মধু মঙ্গল সিনহা , দিব্যেন্দু নাথ, রীতা ঘোষ।

২).সন্ধ্যা ৫.০০ -৭.০০টা
উদ্বোধনী পর্ব 
অতিথিদের মঞ্চে আহ্বান,বরণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সংগীত,
স্বাগত ভাষণ -সম্পাদক জহর দেবনাথ 
উদ্বোধক ও অতিথিদের ভাষণ, সভাপতির বক্তব্য।

৩)সন্ধ্যা ৭.০০-৭.৩০টা
বই ও লিটল ম্যাগাজিন প্রকাশ 

উক্ত দুই সেশন একসঙ্গেই হবে অর্থাৎ প্রথম সেশনের অতিথিরাই বই ও লিটল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করবেন।


গৌরবোজ্জ্বল উপস্থিতি 

উদ্বোধক - মাননীয় দীপক মজুমদার,মেয়র, আগরতলা পৌর পরিষদ , ত্রিপুরা।

প্রধান অতিথি - সুব্রত চক্রবর্তী 
সহ সভাপতি, রাজ্য সাংস্কৃতিক কমিটি, ত্রিপুরা।

বিশেষ অতিথি -বিম্বিসার ভট্টাচার্য্য 
অধিকর্তা, তথ্য সংস্কৃতি দপ্তর, আগরতলা, ত্রিপুরা।

সম্মানিত অতিথি - জয়ন্ত ভট্টাচার্য্য,
সভাপতি, প্রেসক্লাব, আগরতলা, ত্রিপুরা।

সম্মানিত অতিথি - বিকাশরাই দেববর্মা,
সদস্য, সাহিত্য আকাদেমি, ভারত।
সম্মানিত অতিথি -বিমল চক্রবর্তী 
সাহিত্য সমালোচক, আগরতলা, ত্রিপুরা।

সম্মানিত অতিথি - দেবব্রত দেব
কথাসাহিত্যিক , আগরতলা, ত্রিপুরা।

সম্মানিত অতিথি - প্রণব সরকার 
প্রাক্তন সম্পাদক, প্রেসক্লাব, আগরতলা, ত্রিপুরা।

সম্মানিত অতিথি - মঞ্জু দাস
অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, আগরতলা, ত্রিপুরা।

সম্মানিত অতিথি - ডাঃ ইন্দ্রজিৎ পাল 
সেক্রেটারী, স্টুডেন্ট হেলথ হোম, আগরতলা, ত্রিপুরা।

সম্মানিত অতিথি -‌ অমলকান্তি রায়
সভাপতি,সার্ক কালচারাল সোসাইটি, ভারত।

সম্মানিত অতিথি - এ টি এম মোমতাজুল করিম
সভাপতি,সার্ক কালচারাল সোসাইটি, বাংলাদেশ ।
সভাপতি - বিজন বোস 
সভাপতি, প্রকাশনা মঞ্চ, আগরতলা ত্রিপুরা।







উদ্বোধনী সংগীত পরিবেশন :
অনিতা ভট্টাচার্য্য, শাশ্বতী দাস, ডঃ অপর্ণা গাঙ্গুলি , রীতা পাল সহ প্রকাশনা মঞ্চের সকল সদস্য সদস্যা

সঞ্চালক:সুমিতা বর্ধন,কবি, ত্রিপুরা। 

৪)সন্ধ্যা ৭.৩০-৮.৩০টা
আমন্ত্রিত বরিষ্ঠ ১০জন জন কবির স্বরচিত কবিতা পাঠ 
সভাপতিমণ্ডলী - নিয়তি রায় বর্মণ 
শ্যামল কান্তি দে এবং 
ত্রিপুরার বাইরে থেকে আগত একজন বরিষ্ঠ কবি

সঞ্চালক - পান্থ দাস, কবি,ত্রিপুরা 


দ্বিতীয় দিনের কার্যক্রম 

তারিখ :২০ অক্টোবর :২০২৪
স্থান :স্টুডেন্ট হেলথ হোম, আগরতলা 
সময়:সকাল:৯টা - রাত :৮টা

১) সকাল ৯.০০-৯.৩০ রেজিস্ট্রেশন ও চা পর্ব।
২) সকাল ৯.৩০টা  সমবেতভাবে জাতীয় সংগীতের মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু।
দায়িত্ব -  অনিতা ভট্টাচার্য্য,অসীমা দেবী
রীতা পাল, অপর্ণা গাঙ্গুলি, শাশ্বতী দাস,কল্যাণী ভট্টাচার্য্য।


৩) সকাল  ৯.৪০ - ১০ টা :  লিটল ম্যাগাজিন 'শাব্দিক ' সম্পাদক সঞ্জিত বণিক নিয়ে আলোচনা: আলোচক:বিমল চক্রবর্তী ও  সৌম্যদীপ দেব । 
সভাপতি- দীপেন নাথ শর্মা 

সঞ্চালনা:সুমনা দাশ পাটারী, কবি,ত্রিপুরা 

৪) সকাল ১০-১১টা : আলোচনা :অন্যভাষার  সাহিত্য: আলোচক : মনোরঞ্জন দেববর্মা,ক্রাইরী মগচৌধুরী ও নিরঞ্জন চাকমা
সভাপতি-মধু মঙ্গল সিনহা 

সঞ্চালনা:নন্দিতা ভট্টাচার্য , কবি,ত্রিপুরা 

৫) সকাল ১১- ১২ টা : আলোচনা - ত্রিপুরায় প্রকাশনা শিল্পের সংকট, উত্তরণ এবং সম্ভবনা: আলোচক:
গোবিন্দ ধর, দিলীপ দাস ও বিমল চক্রবর্তী 
সভাপতি- কামনা দেব 


সঞ্চালক -ড. অপর্ণা গাঙ্গুলি    
সদস্য, প্রকাশনা মঞ্চ 

৬) দুপুর ১২- ১.৩০টা:  আলোচনা - সাহিত্যে লিটল ম্যাগাজিনের ভূমিকা এবং লিটল ম্যাগাজিন সম্পাদনা :আলোচনা 
প্রথম পর্ব: সময়-আধঘণ্টা
আলোচক-
দেবব্রত দেব , সনজিত বণিক ,ড.ব্রজগোপাল মজুমদার 
সভাপতি-সুবীর সেন ঘোষ।

দ্বিতীয় পর্ব :উপস্থিত সকল লিটল ম্যাগাজিন সম্পাদক 
সভাপতিমণ্ডলী -দিব্যেন্দু নাথ , আলমগীর মাসুদ, মৃদুলা ভট্টাচার্য্য 
সঞ্চালক -বিজন বোস


৭) দুপুর ১.৩০- ৩.৩০ টা : কবি সম্মেলন
চল্লিশ মিনিট বাংলা কবিতা, 
অন্য প্রতিটি ১৩ মিনিট করে যথাক্রমে 
ককবরক, চাকমা, ছিলোমিলো, মগ , বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মৈতেই 

সভাপতিমণ্ডলী - অনিতা ভট্টাচার্য্য, কল্যাণী ভট্টাচার্য্য প্রগতি চাকমা, শ্যামল কান্তি দে, ক্রাইরী মগ চৌধুরী।

সঞ্চালকমণ্ডলী-
ডাঃ শ্যামোৎপল বিশ্বাস,  কল্যাণী ভট্টাচার্য্য, ভুলু কুমার দেববর্মা ।



৮) বিকাল ৩.৩০ - ৪.০০টা : আবৃত্তি পর্ব :

আমন্ত্রিত 
শাওলী রায়,পাঞ্চালী রায়,
মীনাক্ষী ভট্টাচার্য 

সঞ্চালনা:সুচিত্রা দাস, কবি,ত্রিপুরা 


৯)  বিকাল ৪.০০- ৪.৩০
 নৃত্য পর্ব:
আমন্ত্রিত
         
সঞ্চালনা:সুমনা দাশ পাটারী, কবি,ত্রিপুরা 

১০) বিকাল ৪.৩০ - ৫.৩০ টা
 আলোচনা :উত্তরপূর্বের সাহিত্য:
আলোচক: রবীন্দ্র দত্ত, ড.পম্পা দাস , সৌম্যদীপ দেব, সিক্তা চক্রবর্তী 

সভাপতি- নিয়তি রায় বর্মণ 
 

সঞ্চালনা:শাশ্বতী দাস, কবি,ত্রিপুরা 

১১) সন্ধ্যা ৫টা ৩০মি - সন্ধ্যা:৬টা ৩০ মি: আলোচনা : 
ত্রিপুরার লোকসাহিত্য
আলোচক :
অশোকানন্দ রায়বর্ধন,
ড.শ্রীদাম বণিক ও
ড.রাজীব দাস

সভাপতি- দিব্যেন্দু‌ নাথ
 সঞ্চালনা:জহর দেবনাথ 

১২) সন্ধ্যা ৬টা৩০নি - রাত্রি:৭টা ৩০মি. সম্মাননা পর্ব :
অতিথি - মনীষা পাল চৌধুরী
কর্ণধার, বি টি ভি
সঞ্জিত বণিক, সম্পাদক শাব্দিক
সজল আচার্য, সমাজসেবী

শিব জ্যোতি দত্ত, সাহিত্যিক,এস ডি ,এম,সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা।
অনিল কুমার নাথ, কবি, আগরতলা, ত্রিপুরা।

(ক) রমাপ্রসাদ দত্ত স্মৃতি শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন সম্মাননা :২০২৪
★দেবাশিষ চক্রবর্তী , দেয়া , উদয়পুর গোমতি ত্রিপুরা
       
( খ)সন্দীপ দত্ত স্মৃতি শ্রেষ্ঠ  লিটল ম্যাগাজিন সম্মাননা:২০২৪
★মৃদুলা ভট্টাচার্য,সৃজনী:সম্পাদক
শিলচর,আসাম

(গ)কবি তপন দেবনাথ স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা :২০২৪
★বিপাশা দেব,কবি,ত্রিপুরা 
(ঘ) কবি হিমাদ্রী দেব স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা :২০২৪
★নীশিথরঞ্জন পাল, কবি,ত্রিপুরা 

(ঙ)কথাসাহিত্যিক জয়া গোয়ালা স্মৃতি প্রকাশনা মঞ্চ 
সম্মাননা:২০২৪
★ দুলাল ঘোষ,কথাসাহিত্যিক,ত্রিপুরা

(চ) জনেশ চাকমা স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা :২০২৪
 ★নিরঞ্জন  চাকমা,প্রাবন্ধিক, ত্রিপুরা 

(ছ)মানিক চক্রবর্তী স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা:২০২৪
 ★হারাধন বৈরাগী, গল্পকার, ত্রিপুরা 
(জ)দীনেশচন্দ্র সাহা স্মৃতি 
শ্রেষ্ঠ প্রকাশনা
সম্মাননা:২০২৪
★ঘরানা পাবলিকেশন :কামনা দেব,ত্রিপুরা 

(ঝ)কথাসাহিত্যিক শ্যামলাল দেববর্মা প্রকাশনা মঞ্চ সম্মাননা :২০২৪                      
★গোপীবল্লভ কলই,কথাসাহিত্যিক, ত্রিপুরা 
(ঞ) সুবিমল রায়
জীবন কৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা :২০২৪
★ড: অরুন্ধুতী রায়,প্রাবন্ধিক, ত্রিপুরা 

ট/ সাংবাদিক শান্তনু ভৌমিক স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা:২০২৪
 
অমিত ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব 

(ঠ)শারদ স্মরণিকা :প্রথম দ্বিতীয় তৃতীয় সম্মান :২০২৪

(ড)অঙ্কণ প্রতিযোগিতা :
★প্রথম থেকে দ্বিতীয় শ্রেণি:প্রথম দ্বিতীয় তৃতীয় সম্মান :২০২৪ 
★তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি:প্রথম দ্বিতীয় তৃতীয় সম্মান :২০২৪

সভাপতি:বিজন বোস
সঞ্চালক -নন্দিতা ভট্টাচার্য্য 
ডাঃ শ্যামোৎপল বিশ্বাস 
ডঃ ঝর্ণা বণিক 


১৩) ধামাইল নৃত্য:রাত্রি :৭:৩০ মি-রাত্রি:৮টা

সঞ্চালনা:শাশ্বতী দাস, রীতা পাল, শুক্লা রাণী দাস, ডাঃ অপর্ণা গাঙ্গুলি 

সমাপ্তি :ফটোসেশান

          --------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ