পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জম্মদিন উদযাপন ও আসন্ন চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা ২০২৪ এর প্রস্তুতি সভা
স্থান:নিয়তি রায় বর্মনের বাসভবন, জয়নগর,আগরতলা
তারিখ: ২৬/০৯/২০২৪
সময়:বেলা ১১.০০ ঘটিকা
আজ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রকাশনা মঞ্চ পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জম্মদিন উদযাপন ও আসন্ন চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা ২০২৪ এর প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।মূল অনুষ্ঠানটি মঞ্চের সদস্যা জয়নগরস্থিত নিয়তি রায় বর্মনের বাসভবনে পালন করা হয়। আজকের এই মহত্বি অনুষ্ঠানের প্রথম পর্বে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জম্মদিন উদযাপন সভাপতিত্ব করেন মঞ্চের সহ-সভাপতি ক্রাইরি মগ। অনুষ্ঠানের প্রথম পর্বে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জম্মদিন উদযাপন অনুষ্ঠানে মহামানবের প্রতিকৃতিতে উপস্থিত সকলেই একে একে পুষ্পস্তবক অর্পন করেন । তারপর এই মহামানব বিদ্যাসাগরের জীবনী ও আদর্শ নিয়ে আলোকপাত করেন প্রকাশনা মঞ্চের সম্পাদক জহর দেবনাথ মহাশয়। তারপর একে একে মঞ্চের অন্যতম সদস্য গোবিন্দ ধর, কার্যকরী কমিটির আমন্ত্রিত সদস্য প্রগতি চাকমা, সুচিত্রা দাস , শিবানি ভট্টাচার্য্য, শিশির অধিকারী, দীপক রঞ্জন কর, ড. ঝর্না বৈদ্য , শাশ্বতি দেব , নিয়তি রায় বর্মন ও মঞ্চের সভাপতি বিজন বোস। আলোচনার পাশাপাশি কবিতা পাঠ করেন অনিতা ভট্টাচার্য্য ও কামনা দেব । সমবেত সঙ্গীত পরিবেশন করেন রীতা পাল, সুচিত্রা দাস ও অনিতা দাস এবং একক সংগীত পরিবেশন করেন শুক্লারানী দাস । এ ছাড়াও উপস্থিত ছিলেন রীতা ঘোষ, ডক্টর শ্যামোৎপল বিশ্বাস, ভুলুকুমার দেব্বর্মা , সুবীর সেন ঘোষ প্রমুখরা। তারপর সভাপতি ক্রাইরী মগ মহোদয়ার সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে প্রথম পর্বের পরিসমাপ্ত হয় ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বিজন বোস ।সভায় আগামী ১৯-২০ অক্টোবর ২০২৪ তারিখে আনুষ্ঠিতব্য চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা ২০২৪ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয় এবং নিম্নলিখিত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহিত হয় ঃ
সিদ্বান্ত:
(ক)রিসিপশনের ক্ষেত্রে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন খাতা ক্রয় করা হবে। রিসিপশনের পুরো প্রক্রিয়ার দায়িত্ব সুচিত্রা দাসের উপর ন্যস্ত করা হয়।
সিদ্বান্ত:
(খ)মোট আটটি সম্মাননা প্রদান করা হবে এবং প্রাপকদের নামের তালিকা প্রস্তুত করা হয়।
১। শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন সম্মাননা ( রাজ্যের) দেবাশিষ চক্রবর্তী , দিয়া , উদয়পুর গোমতি ত্রিপুরা
( ২)শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন সম্মাননা ( রাজ্যের বাইরের ) পরবর্তী সময়ে ঠিক করা হবে।প্রস্তাব:সৃজনী:সম্পাদক:মৃদুলা ভট্টাচার্য
(৩) কবি হিমাদ্রী দেব সম্মাননা ( তরুন কবি ) (ক)বিপাশা দেব, (খ)নীশিথ রঞ্জন পাল
(৪)জয়া গোয়ালা স্মৃতি সম্মাননা ( কথা সাহিত্যিক ) (ক)দুলাল ঘোষ (খ) নিরঞ্জন চাকমা(গ)সুতপা দাস
(৫)মানিক চক্রবর্তী স্মৃতি সম্মাননা ( গল্প ) (ক) পুলকেন্দু চক্রবর্তী(খ)সত্যজিত দত্ত (কৈলাশহর )
(৬)শ্রেষ্ঠ প্রকাশনা সম্মাননা (ক)ঘরানা পাবলিকেশন
(৭)শ্যামলাল দেব্বর্মা স্মৃতি সম্মাননা
(ক)গোপি বল্লভ কলই
(৮)জীবন কৃতি সম্মাননা (ক)ডঃ অরুন্ধুতী রায়
(খ)ড:ব্রজগোপাল মজুমদার
সিদ্বান্ত:
(গ)উদ্ভোধনী অনুষ্ঠানে নিম্নলিখিত ব্যক্তিবর্গকে অতিথি হিসাবে মঞ্চে রাখার সিদ্বান্ত হয়:
(১)এস. গম্বিনি (২)দেবব্রত দেব(গ) সুব্রত চক্রবর্তী(৪)ঞ্জু দাস (৫)বিমল চক্রবর্তী
সিদ্বান্ত:
(ঘ)আয়ের তৎসের কথাকে বিবেচনা করে রীতা পাল, সুচিত্রা দাস ও শাশ্বতি দেব চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা ২০২৪ এর প্রয়োজনীয় তহবিলের জন্য ১০০০ টাকা ( এক হাজার ) করে দপ্রদান করবেন । অবস্থিত সাধারন সদস্যরা ২০০০/-
( দুই হাজার ) টাকা দেবেন।
সিদ্বান্ত:
(ঙ) আগরতলায় পৌর নিগম অধীন যে সমস্ত ক্লাব এবং পূজো উদ্যোক্তা শারদ স্মরণিকা প্রকাশ করে তাদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে মঞ্চের তরফে।
সিদ্বান্ত:
(চ)প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি বিভাগে অঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর সকাল নয়টায় আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে।
২০ অক্টোবর ২০২৪ সন্ধ্যায় আটটি সম্মাননা সহ দুটি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে।
তারপর সভাপতি বিজন বোস সভার সমাপ্তি ঘোষনা করেন।
***************************
0 মন্তব্যসমূহ