সুব্রতকুমার রায় প্রতিষ্ঠিত সাহিত্যিক

সুব্রতকুমার রায় প্রতিষ্ঠিত সাহিত্যিক ।


তিনি নামী স্কলার । তাঁর লাইব্রেরিতে হরেক বিষয়ের বই । হরেক রকমের বিষয়ে তাঁর অবাধ সচ্ছন্দ যাতায়াত । তাঁর বিশেষ আগ্রহ বিশ্ব সাহিত্যে বিশেষতঃ কবিতায়, উপন্যাসে,  সিনেমায় ।  তাঁর প্রকাশিত  বইগুলো হল : 

মৌন যোগাযোগ
সন্ধিরাগ (জললিপি, করিমগঞ্জ)
আমার বাড়ির ছবি (ভাষালিপি ,কলকাতা)
আরশিনগরের রূপকথা
পড়শিনগরের রূপকথা (অভিযান পাবলিশার্স , কলকাতা )
সহস্র এক প্রেমের কবিতা (ভাষালিপি, কলকাতা)
সিনেমায় অন্য প্রেমের ২৪ ফ্রেম ।(অভিযান পাবলিশার্স, কলকাতা )

  ইদানিং প্রকাশিত হয়েছে 'সমকালের গদ্য পদ্য : কিছু ভাব কিছু ভাবনা । তাঁর কবিতাগুলো ব্যঞ্জনাময় কিন্তু স্বচ্ছ । এগুলো গভীর ভাবনার দ্যোতক । যেমন,

মা আছে একথা জানি না ।
ওই পিতলের বাসনের মত এক কোনে রাখা
কালেভদ্রে কখনো মাজা হয় , তেঁতুল সহ
তখন মেঘের আড়াল থেকে বের হন ঝকঝকে মা ।
(আমার বাড়ির ছবি)

অথবা "সহস্র এক প্রেমের কবিতার" :

আমার ভেতরে একটি লোক 
গাছেদের, পাখিদের , কীটেদের ভাষায় কথা বলে ।
আমি তো বুঝিনা কিছু ,
শুধু দেখি সেই লোকটির কথায় 
গাছেদের পাতা তিরতির করে কাঁপে,
পাখিরা ডানা মেলে আর কীটেরা ফুল খোঁজে ।

যখন সেই লোকটি একা হয় আমার ভিতর
তাকে নিভৃতে বলি 
"তুমি আমায় তাদের ভাষা কখন শেখাবে ?"

"পড়শিনগরের রূপকথা"তে কতগুলো খুব ভাল গল্প আছে ।
    সিনেমা নিয়ে  লেখা বইটি সিনেমা-রসিকদের অবশ্যপাঠ্য । অনেকগুলো মুভি নিয়ে তাঁর বিশ্লেষণ তাঁর শিল্পবোধ ও সিনেমামাধ্যমটি সম্পর্কে তাঁর গভীর চিন্তার স্বাক্ষর বহন করে ।

   তাঁর সদ্যপ্রকাশিত বই "সমকালের গদ্য পদ্য ।" বইটা মনযোগ আকর্ষণ করে ও প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তেই হয় । 

   "বাংলা কবিতা কেউ পড়ে না , যে কবিতা লেখে সেও পড়ে না, প্রত্যেক কবি তার নিজের কবিতাটিও পড়ে না, ফলত কেউ কবিতা লেখে না । তাহলে আমরা কী লিখি এবং কী পড়ি ?"
  
     এরকম প্রশ্ন করলে লেখকের সংগ নিতেই হয় উত্তর খোঁজার জন্য : আমরা কী লিখি ? আমরা কী পড়ি ?

   "নিরবধি  অমিয় চক্রবর্তী",  "গল্প গল্পহীনতা", " আধুনিক বাংলা সাহিত্য : প্রকরণ ও সম্ভাবনা" , "নিকানোর পাররার দুটি কবিতা" - সবগুলো প্রবন্ধ বিশ্লেষণাত্মক । বাংলা সাহিত্যের গণ্ডী অতিক্রম করে বিশ্বসাহিত্যের এক প্রেক্ষিত রচনা করেন লেখক ।

   সুব্রত স্টেট ব্যাংকে অতি উচ্চপদে আসীন । ব্যাংকের কাজ ছাড়া যতটুকু সময় পান, সে সময়টুকুতে চলে বিদেশী সিনেমা দেখা, আর বিভিন্ন বিষয়ে অধ্যয়ন । তাঁকে আমার শুভ কামনা জানাই 

Subrata Kumar Roy

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ