বইমেলা এবং || মানস পাল(সাংবাদিক)

বইমেলা এবং || মানস পাল(সাংবাদিক) 

বইমেলা আসছে।  আর বইমেলা এলেই শুরু হয়ে যায় অনেক লেখক, লেখিকা , কবিদের  নিজের টাকা দিয়ে --ব্যাঙ্ক থেকে টাকা তুলে, বা স্বামী , ছেলের কাছ থেকে টাকা নিয়ে --নিজের 'বই' বের করার এক অদ্ভুত প্রতিযোগিতা।  দিনরাত জেগে,  নিজের শিক্ষা দীক্ষা ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে (এইখানে আমি অবশ্য গুগল ঘেঁটে অমুক তমুকের জীবনী  ইত্যাদি  নিয়ে যাঁরা প্রতিবছর বই বের করছেন তাঁদের ধরছিনা ) , দিনরাত পরিশ্রম করে , অনেক অনেক স্বপ্ন দেখে, বই লেখার পর -প্রকাশ করতে গেলেই সমস্যা।  সবাই জানে , বাস্তব হলো --লেখক লেখিকা না পায় রয়ালটি , না পায় কিছু।  উপরুন্তু টাকা দিতে হয়। মোটামোটি ৩০,০০০ থেকে ৪০,০০০ । এর উপর দাবি থাকে যাকে তাকে  ধরে , অফিসার হলে অফিস বা কলিগ ধরে কিছু বই  --সাধারণতঃ ২০০ টি বই --বিক্রি করে দেবার।  কত বই গেছে?  জিজ্ঞাসা করলে মুখ শুকনো --'বই বিক্রি হয় না, ক্ষতি হচ্ছে , তারপরেও দেখি--আপনি তো আমার প্রিয় জন , চিন্তা করবেন না '--এ জাতীয় মুখশুদ্ধি আলাপ । ...তা ,বই বিক্রি হয় না , লাভ হয় না  বটে, অথচ তাঁদের বাড়ি গাড়ি ঠিকই  হচ্ছে।  আর লেখক কিছুই পায় না --হ্যা পায় , যা পায় তা-হল --বছর শেষে এক প্যাকেট মিষ্টি বা পরিবার নিয়ে, সব লেখক লেখিকাদের সাথে,  কোন  এক ''পিকনিক''.. আর যদি লেখক বা লেখিকা  মরে  যান  তাহলে --শোকসভা , অবশ্য এটাও এজন্য যে তিনি আমাদের লেখক ছিলেন এটা  জানাতে । কারণ লেখক --নামি এবং দামি লোক, বা  শ্রদ্ধেয় একজন বুদ্ধিজীবী  ছিলেন বটে ..... এটি কি সিরিয়াস ইন্টেলেকচুয়াল এক্সপ্লয়টেশন নয় ?... ব্যবসা আমার , ইনভেস্টমেন্ট আপনার ,  আর্থিক লাভ আমার , নাম চাইছেন তো ? রইল  নাম আপনার। . ( সবাই অবশ্যই এরকম নয় --তবে বেশিরভাগই ) ..
 আত্মসম্মান একটা ব্যাপার আছে তো।  ...বলি -- লেখক কি হতেই হবে ? কবি কি হতেই হবে ? হলে -- ''সেলফ পাবলিশিং'' এর সুযোগ যে আছে সেটা জেনে নেয়া ভাল।  নিজের টাকা দিয়ে যখন ছাপাচ্ছেন তাহলে , বিক্রির পুরো টাকাটা আপনি লেখক বা কবি হিসাবে পেয়ে যাবেন। .আপনার মাথায়  নুন রেখে তেঁতুল খাচ্ছে আরেকজনা। অনেকের  তো আবার প্রতিবছর একটি দুটি তিনটি  বই বের না করলে হয়ই না।  কে পড়ছে , কেন পড়ছে , আদৌ পড়ছে কি না  ... দ্বিতীয় সংস্করণ কোন দিন বেরিয়েছে কিনা কেউ জিজ্ঞাসা করে ? জিজ্ঞাসা করুন তো এতো শত অথবা অর্ধশত লেখকদের ক'জনের বই দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে -- সম্ভবতঃ দু তিন জন ছাড়া। ...সম্ভবতঃ  বলছি এই কারণে যে আমি শুধু দু তিন জনের জানি -অল্প বিস্তর বেশি হলে হতেও পারে।  
এরকম  কেন হবে ? 
 তাহলে কি  আপনি লিখবেন না ? বই প্রকাশ করবেন না ? অবশ্যই করবেন। ..কিন্তু আপনার পরিশ্রমের ফল অন্য খেয়ে যাবে আপনাকে উল্টাপাল্টা বুঝিয়ে , আপনার দুর্বলতার সুযোগ নিয়ে সেটা উচিত নয়, সেটা কেন হবে ? তাই বলছি , একটু ইন্টারনেট ঘেঁটে দেখুন --প্রচুর সেলফ পাবলিশিং কোম্পানি আছে।  তাঁদের প্যাকেজ আছে।  ISBN-ও ওরাই এনে দেবে..আপনার পছন্দ মত বেছে নিন।  টাকা যখন দেবেনই  তখন  উসুলও আপনার পুরোই থাকবে।  কিভাবে বিক্রি হবে ? ওই কোম্পানি গুলিই বিক্রি করবে, মার্কেটিং করবে  --প্যাকেজ আছে।  কিন্ডল আছে  --অনেক আউটলেট আছে বিক্রি করার। সেলফ পাবলিশিং হাউস গুলিই বলে দেবে , আইডিয়া দেবে কি করে আপনার বই বিক্রি হবে... কেন খামোকা এতো পরিশ্রমের পর নিজে পয়সা দিয়ে  ছাপিয়ে যাকে তাকে রিকোয়েস্ট করবেন কমপক্ষে ২০০ টি বই বিক্রি করার জন্য ? যা আসবে তার “পুরোটাই” নেবে আরেকজন ..ভেবে দেখুন ......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ