ত্রিপুরা লিটল ম্যাগাজিন পুরস্কার চালুর বিষয়ে প্রকাশনা মঞ্চের প্রতিনিধি দলের সাক্ষাৎকার



ত্রিপুরা লিটল ম্যাগাজিন পুরস্কার চালুর বিষয়ে প্রকাশনা মঞ্চের প্রতিনিধি দলের সাক্ষাৎকার

গত ১০ ই জানুয়ারি ২০২৪ তারিখে আগরতলা বইমেলা কর্তৃপক্ষের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হোন প্রকাশনা মঞ্চের প্রতিনিধি দল। বিগত তিন বছর ধরেই প্রকাশনা মঞ্চের তরফে আগরতলা বইমেলা আয়োজক তথা ত্রিপুরা 
রাজ্য সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি দাওয়া নিয়ে আবেদন করে আসছিলেন প্রকাশনা মঞ্চ ।  দাবিগুলোর  মধ্যে প্রথম দাবি-আগরতলা বইমেলায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় পুরস্কার, শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার, ভীষ্মদেব স্মৃতি পুরস্কার, কবি সুকান্ত স্মৃতি পুরস্কার, শ্রেষ্ঠ  প্রকাশনা পুরস্কারের মতো দশটি পুরস্কারের সঙ্গে লিটল ম্যাগাজিনের উপর( যে কোন নামের হতে পারে ,  তা -  লিটল ম্যাগাজিন আন্দোলনের প্রাণপুরুষ সন্দীপ দত্ত অথবা রমাপ্রসাদ দত্ত  পুরস্কার বা ত্রিপুরার শ্রেষ্ঠ লিটলম্যাগ ) পুরস্কার চালু করা। 

এই বিষয়ে প্রকাশনা মঞ্চের প্রতিনিধি দল পুনরায় কর্তৃপক্ষের নিকট এই দাবি তুলে ধরে একটা সদর্থক ও আশাপ্রদ বার্তা পেয়েছেন ।প্রকাশনা মঞ্চের তরফে আহ্বান করা হয়েছে   লিটল ম্যাগাজিনকে ভালোবাসেন এমন সকল লিটলম্যাগ প্রেমী সম্পাদক , কবি, লেখক, তথা সাহিত্যপ্রেমী সকলের প্রতি , যে যেখানে আছেন নিজ নিজ অবস্থানে থেকে এই দাবিকে আরো জোরালো করতে। প্রতিনিধি দলের  দাবি ও আবেগকে আগরতলা বইমেলা কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব ও সম্মান জানিয়ে এবছরই লিটলম্যাগের উপর সম্মাননা চালু করবেন বলে দৃঢ় বিশ্বাস পোষণ করছে , প্রকাশনা মঞ্চ । সেই সঙ্গে বইমেলা কমিটি প্রকাশনা মঞ্চের দাবীর সঙ্গে সহমত পোষণ করে লিটলম্যাগ কনক্লেভের পরিধি বাড়ানোর যৌক্তিকতা স্বীকার করে উপযুক্ত পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন। প্রতিনিধি দলের সাথে ছিলেন প্রকাশনা মঞ্চের সভাপতি নিয়তি রায়বর্মন,সম্পাদক বিজন বোস, গোবিন্দ ধর, রীতা পাল, ঝর্ণা সাহা,ড.ঝর্ণা বণিক,দীপেননাথ শর্মা,সুবীর সেন ঘোষ মহোদয়। লিটল ম্যাগাজিন আন্দোলনকে আরো বেগবান করতে এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী ।  বিশ্বাস , এ বছরই আগরতলা বইমেলায়  লিটল ম্যাগাজিনের উপর রাজ্য ভিত্তিক পুরস্কার চালু করবে বইমেলা কর্তৃপক্ষ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ